About Doctor
ডা. সফিউল কাদরী এম.বি.বি.এস(ঢাকা), বিসিএস(সাস্থ্য), সিসিডি(বারডেম), এফসিপিএস(মেডিসিন-), এম.আর.সি.পি(ইউ.কে) এম.ডি( বক্ষব্যাধি) তিনি বিগত ১৩+ বছর ধরে মেডিসিন ও তার বিভিন্ন শাখায় বাংলাদেশের সনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে( DMCH, BSMMU, NICVD, NINS, NIDCH) কাজ করেছেন। তিনি সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ২ বছরের অধিক কাজ করেছেন। তিনি সুনামের সাথে MRCP(UK) ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশের সর্বোচ্চ মেডিকেল বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে MD (Pulmonology) ডিগ্রী অর্জন করেছেন। তিনি মেডিসিন, বক্ষব্যাধি, প্রেসার, ডায়বেটিস, হ্রদরোগ, বাতব্যথা, এলার্জি ও কোভিড এর বেপারে বিশেষ অভিজ্ঞ। বর্তমানে তিনি জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে কর্মরত আছেন। তিনি অত্যন্ত যত্ন সহকারে রোগের বিস্তারিত ইতিহাস জেনে রোগ নির্ণয় করে চিকিৎসা দিয়ে থাকেন। 💥চেম্বারের সময়ঃ 🏥জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল 🕓রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার -বিকাল ৪টা থেকে ৬টা 💥অ্যাপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুনঃ ০১৭১৩-৪৪৩৩৬০, ০১৭৫২-৬৯৪০১৯
